Languages

জেলার কনভেনারের দায়িত্বে অনুব্রত

ওয়েব ডেস্ক: রাজ্য নেতৃত্ব থেকে কোর কমিটির আহবায়কের স্বীকৃতির চিঠি অনুব্রত মণ্ডলকে। হাতে পেয়েই আগামী ৩রা আগস্ট কোর কমিটির বৈঠকের আহ্বান জানালেন তিনি। বৈঠকটি বোলপুরে হবে — ‌বুধবার রাতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান অনুব্রত।

তিহার থেকে ফিরে আসার পর দলের মধ্যে কোনঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। পুলিশ আধিকারিক কে কুকথা বলে আরো চরম সমস্যায় পড়েছিলেন তিনি। দলের পক্ষ থেকে তাঁকে সাবধান করা হয়েছিল। তবে তৃণমূল নেত্রী বোলপুর শহর থেকে ফিরে আসার পর নতুন দায়িত্ব পেয়েছেন অনুব্রত। নতুন দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন অনুব্রত। আগামী ৩ অগাস্ট বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।

আগামী বছর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জেলার পরিস্থিতি ঠিক রাখতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ কে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন দলনেত্রী। অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।