Languages

ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! ত্রিফলার আঘাতে বঙ্গে বিপর্যয়ের আশঙ্কা

ওয়েব ডেস্ক: বঙ্গের আকাশের দুর্যোগের ঘনঘটা। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা ভারী বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।

রাত থেকে দফায় দফায় বৃষ্টি। কলকাতার বিভিন্ন অংশে জল জমে দুর্ভোগ। কাজের দিনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। লাগাতার বৃষ্টিতে শহর কলকাতার বিস্তৃর্ণ একালাকা জলমগ্ন। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। নিউ গড়িয়া, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্কের কিছু কিছু জায়গায় জল জমেছে। পুরসভার তরফে সমস্ত ম্যানহোল খুলে রাখা হয়েছে। ফলে অনেক জায়গায় জল জমলেও দ্রুত তা নেমে গেছে। এদিকে, সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বেরিয়েছে স্কুল-কলেজের পড়ুয়া ও অফিসযাত্রীরা। সকালেও হলদিরামের কাছে VIP রোডে হাঁটুজল। ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পাঞ্জাব এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। এর প্রভাবে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।