ওয়েব ডেস্ক: ৬০ বছর হয়ে গেলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার সম্ভব হবে। এমনই একটি নতুন আইন এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এই প্রসঙ্গে আইনেও সই করেছেন বলে জানা গিয়েছে।
ইউক্রেনের পার্লামেন্টে সম্প্রতি এই বিষয়টি উত্থাপিত হয়েছিল। সেখানে পক্ষে ভোট পড়েছিল ৩৬০ টি। এর পরেই প্রেসিডেন্ট জিলেনেস্কি সই করে সেটি আইনে পরিণত করেছেন।
বর্তমানে ইউক্রেনে ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়া যায়। এবার থেকে ষাট বছরের বেশি মানুষও সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।