ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানি সেনার তুলনা করা ঠিক হয়নি। দুঃখ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার তিনি বলেছিলেন, হাসিনা সরকারের আমলে যা ঘটেছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাও সেরকম করেনি। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে এক কথায় সমর্থন করেছিলেন ইউনূসের আইন উপদেষ্টা।
এই খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। চরম সমালোচিত হতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজেই আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাক সেনাদের নৃশংসতা তুলনা করে তিনি ঠিক করেন নি। একাত্তরের সময় পাক সেনা যা করেছে তা কখনোই ছোট নয়। সেই ধরনের কথা যদি বলে থাকা হয় তাহলে তিনি ক্ষমা প্রার্থী।
তিনি লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে—মৃতদেহ পুড়িয়ে ফেলা, শিশু-কিশোরসহ নারী হত্যা, হেলিকপ্টার থেকে সাধারণ মানুষকে গুলি করা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যার নির্দেশ দেওয়া—এসবই যুদ্ধাপরাধের মতো। তবে, এসবের সঙ্গে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক নয়।