Languages

ট্রাম্প-মোদির মধ্যে কথা হয়নি’, সাফ জানালেন বিদেশমন্ত্রী

ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনও কথা হয়নি। অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় জবাব দিতে গিয়েই রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় জবাব দিতে গিয়েই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমি ওদের বলছি, কান খুলে শুনে রাখুন। ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদিজির মধ্যে ফোন কল হয়নি।

জয়শঙ্কর বলেন, “যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, একাধিক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝার জন্য। কতদিন এই সংঘাত চলবে…আমরা সব দেশকে একই বার্তা দিয়েছিলাম…যে আমরা কোনও ধরনের মধ্যস্থতায় রাজি নই।আমাদের মধ্যে যা হবে, তা দ্বিপাক্ষিকই হবে। আমরা পাকিস্তানের হামলার জবাব দিয়েছি এবং জবাব দিতে থাকব। যদি সংঘাত থামাতে চায়, তবে পাকিস্তানকে অনুরোধ করতে হবে। এবং সেই অনুরোধ ডিজিএমও-র মাধ্যমেই আসতে হবে।”

এদিন প্রধানমন্ত্রীর সুর বিদেশমন্ত্রীর গলাতেও। তিনিও বলেন যে পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি রদ-ই থাকবে। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। বিদেশমন্ত্রী বলেন, “বিভিন্ন দিক থেকেই সিন্ধু জলচুক্তি অন্য চুক্তির থেকে আলাদা। আমার মনে পড়ছে না বিশ্বে এমন কোনও চুক্তি রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ নদীকে অন্য দেশে প্রবাহিত হতে দেওয়া হয়েছে কোনও অধিকার ছাড়াই। কংগ্রেসকে আরও আক্রমণ করে তিনি জওহরলাল নেহরুর বক্তব্যও তুলে ধরেন সিন্ধু জলচুক্তি নিয়ে। এরপর তিনি বলেন যে নেহরু সিন্ধু জলচুক্তি ও ৩৭০ অনুচ্ছেদ নিয়ে যে ভুল করে গিয়েছিলেন, তা শুধরে দিয়েছেন প্রধানমন্ত্রী।