Languages

১৮ বলেও শেষ হল না ওভার, বিরল ঘটনা বাইশ গজে

ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)। লেস্টারে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে দেখা গেল এক বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জন হেস্টিংস এক ওভারে করলেন ১৮টি বল, যার মধ্যে ছিল ১২টি ওয়াইড ও ১টি নো বল। শেষ পর্যন্ত পাকিস্তান জয়ী হওয়ায় আরও বড় লজ্জা থেকে রক্ষা পেলেন হেস্টিংস।

ম্যাচের সময় পাকিস্তান ৭ ওভারে ৫৫ রানে এগিয়ে ছিল। লক্ষ্য ছিল মাত্র ৭৫। এই পরিস্থিতিতে বল হাতে নেন জন হেস্টিংস। কিন্তু প্রথম পাঁচটি বলই অফস্টাম্পের অনেক বাইরে চলে গিয়ে ওয়াইড হয়। এরপর শোয়েব মকসুদ একটি সিঙ্গেল নেন এবং শার্জিল খান মারেন চার। পরের বলটি ছিল নো বল, তার পর আরেকটি ওয়াইড। এবার লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল বল।

লাইন নিয়ে সমস্যায় পড়া হেস্টিংস সিদ্ধান্ত নেন রাউন্ড দ্য উইকেট থেকে বল করার। তবু সাফল্য মেলেনি। টানা তিনটি ওয়াইড দেন তিনি। এরপর উইকেটের অন্য পাশ থেকে বল শুরু করলেও একই চিত্র দেখা যায়। শেষ পর্যন্ত পাঁচটি বৈধ বল করতে সক্ষম হন। তার আগেই পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের সইদ আজমল মাত্র ১৬ রানে নেন ৬ উইকেট। একসময় অস্ট্রেলিয়া ৪৯/২ থাকলেও, পরবর্তী ২৫ রানে তারা হারায় ৮ উইকেট। জবাবে পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই সহজে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ১০ উইকেটে জয় পেয়ে তারা ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে।