Languages

ঘরে কি রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে?

ওয়েব ডেস্ক: গ্রামে বহু জায়গায় পাকা বাড়ির পাশাপাশি মাটির বাড়িও দেখতে পাওয়া যায়। সেখানে অনেকে বাড়িতে মাটির বাসনপত্র ব্যবহার করে থাকেন। শহরাঞ্চলে সেই বিষয়টি দেখতে পাওয়া যায় না। কিন্তু বাস্তুশাস্ত্রমতে মাটি র তৈরি বস্তু ব্যবহার করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মাটির তৈরি জিনিস সবসময় শুভ হয় বলেই মনে করা হয়। বাস্তব বিশেষজ্ঞরা জানান বাড়িতে যদি মাটির তৈরি জিনিসপত্র বেশি ব্যবহার করা হয় তাহলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। তাহলে জেনে নিন বাড়িতে কোন কোন মাটির বস্তু রাখলে উন্নত হবে জীবন যাপন।

ঘরে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু বাস্তবে মাটির পাত্রে তুলসী এবং মানিপ্লান্ট এর মত কাজ লাগালে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে।

ঘরে মাটির তৈরি দেবদেবীর মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের উত্তর দিকে মাটির তৈরি দেব দেবীর মূর্তি রাখলে শুভ ফল পাওয়া যায়। সূর্য অস্ত যাবার পর সন্ধ্যার সময় ঘর দরজার কাছে মাটির প্রদীপ রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
বাড়ির উত্তর দিকে সম্ভব হলে মাটিরর কলসি রাখতে পারলে ভগবানের আশীর্বাদে সমস্ত রোগ ব্যাধি দূরে থাকে।