Languages

আজই বঙ্গসফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দক্ষিণেশ্বরও যাবেন, কোন রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ?

ওয়েব ডেস্ক: বুধবার একদিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে কল্যাণী এইমসে যাবেন। সেখানে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন পুজো দিতে। রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতায় বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

জানা গিয়েছে, আজ বুধবার বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমেই যাবেন কল্যাণীর এইমসে। সেখানকার প্রথম সমাবর্তনে যোগ দেবেন তিনি। সেখানে বক্তব্য রাখবেন তিনি। শংসাপত্র তুলে দেবেন তিনছাত্রের হাতে। সূত্রের খবর, কল্যাণীর অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন তিনি। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। আগামিকাল একটি বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।

পুলিশ সূত্রের খবর, ৩০ ও ৩১জুলাই কলকাতা শহরের মধ্যে সকল ধরণের পণ্যবাহী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। ৩০ জুলাই বিকাল সাড়ে ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ,সি আর অ্যাভিনিউ , বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদি বাগ (পূর্ব), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও, ৩১ জুলাই সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা টা পর্যন্ত আর আর অ্যাভিনিউ, রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড,খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, হাসপাতাল রোড, হাসপাতাল রোড পূর্ব, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ই এম বাইপাস,হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।