Languages

বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম করছেন সারা?

ওয়েব ডেস্ক: এবার নতুন প্রেমিকে মজেছেন তিনি! তবে এবার কোনও অভিনেতা নয়, বরং বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন সইফকন্যা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুরুদ্বার থেকে বেরিয়ে আসছেন সারা। তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন প্রতাপ সিং বাজওয়া। পাশাপাশি দাবি করা হচ্ছে যে অর্জুন সারা আলি খানের নতুন প্রেমিক।

গুঞ্জন শোনা যাচ্ছে, সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। অর্জুন কিন্তু ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে বেশ নাম করেছেন অর্জুন। সারা ও অর্জুনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নেটনাগরিকরা মনে করছেন দু’জনে প্রেম করছেন।অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। এবার দুজনকে একসঙ্গে গুরুদ্বারে দেখা গেল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই ভিডিয়োটি দিল্লির একটি গুরুদ্বারে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে সারা পরেছেন সাদা রঙের প্লাজো স্যুট। মাথায় ওড়না পরে আছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন প্রতাপ বাজওয়া। সারা এসে গাড়িতে বসেন এবং অর্জুনও তাঁর পিছন পিছন আসেন।