Languages

পাকিস্তানের পারমানবিক হুমকি আর চলবে না: মোদি

ওয়েব ডেস্ক: পাকিস্তানের পারমানবিক হুমকি আর চলবে না। সংসদে দাঁড়িয়ে সরাসরি পাকিস্তানকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় বদলা নিয়েছে ভারত। চালানো হয়েছে অপারেশন সিঁদুর। সেই নিয়ে সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বদলা নেওয়ার জন্য সেনাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। কবে কোথায় কখন হামলা চালানো হবে তা ঠিক করা হয়েছিল।
তিনি বলেছেন পাকিস্তান বুঝতে পেরেছিল যে কোন মুহূর্তে ভারত বদলা নিতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক হামলার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের বদলার পর তারা বুঝতে পেরেছে পারমাণবিক হুমকি দিয়ে কোন লাভ হবে না।

অপারেশন সিঁদুরের পর ভারতের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে। বিশ্বের মাত্র তিনটি দেশ পাকিস্তানের পক্ষে কথা বলেছে। আত্মনির্ভর ভারতকে গোটা বিশ্ব এই সময় চিনতে পেরেছে। ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। পাকিস্তান যেই সময় হুমকি দিয়েছে, ভারত সেই সময়ে প্রস্তুত ছিল গুলির জবাব গোলায় দিতে। ভারতের উপর হামলার দায় চোকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তান যখন ভারতকে হুমকি দিচ্ছে, ভারত তখন পাকিস্তানকে ধ্বংস করতে প্রস্তুতি নিচ্ছে।