Languages

চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত জয়দেব নীলকন্ঠ সেতু

ওয়েব ডেস্ক: ৩ দিনের বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার সন্ধ্যা বেলা বীরভূম পৌঁছে একান্ত কিছু বৈঠক করেছেন। সোমবার প্রশাসনিক বৈঠক এবং ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই কর্মসূচি মেনে সোমবার ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারও বীরভূমে তার কর্মসূচি রয়েছে। মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে ভার্চুয়ালি অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এর ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতদিন হিউম পাইপ, মোরাম, বোল্ডার দিয়ে অস্থায়ী সেতু ছিল এখানে। নদে জল বাড়লে অস্থায়ী সেতু ভেসে যেত। অজয়ের ভয়াল রূপ ধরলে নৌকাও বন্ধ রাখা হতো। সেই সমস্যাও আর থাকবে না।

নদীর স্রোত আর বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পেরিয়ে যাতায়াত করতে বাসিন্দাদের। তাদের সুবিধার কথা চিন্তা করে এই ব্রীজ উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই ব্রিজ উৎপাদন হয়ে গেলে নদী পারাপারের জন্য আর নৌকো বা অস্থায়ী সেতুর ওপর ভরসা করতে হবে না স্থানীয়দের।