ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না। সংসদে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি ভারতের পক্ষে কথা বলতে এসেছি। যাঁরা ভারতের পক্ষে নন, তাঁদের আয়না দেখাতে এসেছি। ১৪০ কোটি দেশবাসীর সঙ্গে নিজের স্বর মেলাতে উপস্থিত হয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে যে ভাবে দেশবাসী আমার পাশে ছিলেন, তার জন্য তাঁদের অভিনন্দন জানাই। আমি বলেছিলাম। আমাদের সঙ্কল্প, জঙ্গিদের নিকেশ করব। শাস্তি হবে। কল্পনাতীত সাজা মিলেছে।’
গোটা বিশ্বই অপারেশন সিঁদুর কে সমর্থন জানিয়েছিল। সকলেই ভারতের পাশে দাঁড়িয়ে ছিল। শুধুমাত্র তিনটি দেশ পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, কংগ্রেস আমাদের সমর্থন করেনি। কংগ্রেস দেশের সেনাবাহিনী কে বিশ্বাস করে না।
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ভারতকে লক্ষ্য করে ১ হাজার মিসাইল-ড্রোন ছুঁড়েছিল। ভারতীয় সেনা আকাশেই সেই মিসাইল ও ড্রোনগুলি ধ্বংস করেছে। পাকিস্তান ভারতের আদমপুর এয়ারবেস ধ্বংস করে দেওয়ার মিথ্যা দাবি করেছে।
গোটা দেশ যখন এগোচ্ছে, তখন ইস্যুর অভাবে কংগ্রেস পাকিস্তানে আটকে আছে। কংগ্রেস সেনার কাছে প্রমাণ চাইছে। বলছে সার্জিক্যাল স্ট্রাইক তো আমরাও করেছি। কেউ বলছে ৩ বার কেউ বলছে ৬ বার কেউ বলছে ১৫ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছে। কংগ্রেসের পুরোনো অভ্যেস সেনার বিরুদ্ধে নেতিবাচক কথা ছড়ানো। এখন কংগ্রেসের রিমোট কন্ট্রোল পাকিস্তান থেকে পরিচালিত হয় না কি? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।