Languages

বানভাসি বেজিংয়ে মৃত ৩০, ঘরছাড়া হাজার হাজার মানুষ

ওয়েব ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। লাগাতার ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। একটানা বৃষ্টির মধ্যেই বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩১টি রাস্তা, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন বহু এলাকা।

বেজিংয়ে পুরনিগমের বন্যা নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। শুধু মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গিয়েছে।