ওয়েব ডেস্ক: বর্ষাকালে ডেঙ্গির সংক্রমণ বাড়ে। প্রতিবারের মতো এইবারও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। শহর কলকাতা সহ রাজ্যের সর্বত্র জারি করা হয়েছে ডেঙ্গু সর্তকতা। ডেঙ্গি মশা ও ডেঙ্গির লার্ভা দূর করতে কলকাতা পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। রাজ্যের অন্যান্য জায়গাতেও ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত বাংলার গ্রামাঞ্চলে ৭২ হাজারেরও বেশি স্থানে ডেঙ্গি বাহিত মশার লার্ভা পাওয়া গিয়েছে। সেগুলি মূলত অপরিচ্ছন্ন নর্দমা, জমে থাকা জল, পুরনো টায়ার, ভাঙা হাঁড়ি, ব্যারেল, ফেলে দেওয়া পাত্র প্রভৃতি জায়গায় মিলেছে বলে জানানো হয়েছে। আশঙ্কিত রাজ্য সরকার গ্রামাঞ্চলে ডেঙ্গি সতর্কতা জারি করেছে। চলছে ব্যাপক প্রচার।
প্রতিবছর বর্ষা আসার আগেই প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি সর্তকতা জারি করা হয়ে থাকে। সাধারণ মানুষকেও সতর্ক হতে বলা হয়। বাড়ির কোথাও বা আশেপাশে জমা জল যাতে না থাকে তার জন্য প্রচার চালানো হয়ে থাকে। এইবার নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। তাই সতর্কতা ও জারি করা হয়েছে।