Languages

জীবন থাকতে এনআরসি নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: জীবন থাকতে বাংলায় কোনদিন এনআরসি করতে দেবেন না। বোলপুর থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় তিন কিলোমিটার পথ হেঁটেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই কেন্দ্র বিএসএফের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন, কোনভাবেই বাংলায় এনআরসি করতে দেওয়া যাবে না। অসম সরকার বাংলার মানুষকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে। তাদের এত বড় সাহস হয় কি করে? একজনের ঠিকানাও কোনভাবেই কাড়তে দেবেন না। কারোর ঠিকানা কাড়তে চাইলে, তিনিও হাত গুটিয়ে বসে থাকবেন না। দেশে মানুষের জমিদারি চলে, বিজেপির নয়।

ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন এর ঘটনায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর এইরকম আক্রমণের বিরুদ্ধেই প্রতিবাদস্বরূপ শুরু করেছেন ভাষা আন্দোলন। প্রতি শনিবার ও রবিবার এই ভাষা আন্দোলন চলবে রাজ্যজুড়ে। আগামী বিধানসভা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।

সোমবার তার ভাষণে বেশিরভাগটাই ছিল পরিযায়ী এই শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গ। বাংলায় কথা বলার কারনে কিভাবে তাদের হেনস্তার শিকার হতে হচ্ছে সেটাই তিনি বারবার বলেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাংলা ভাষার ওপর আক্রমণ কোনভাবেই মেনে নেওয়া হবে না।