Languages

ডিভিসিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: বর্ষাকালে ডিভিসি-র জল আটকাতে এবার অন্য প্ল্যানিং করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সোমবার বোলপুরের সভায় তিনি বলেন, যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।’

গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে তিনি বলেছেন, আজ ২০ বছর ধরে ডিভিসি কোনও ড্রেজিং করায়নি। ফলে জলধারণ ক্ষমতা কমেছে। বর্ষা এলেই নিজের ইচ্ছে মতো জল ছাড়ে। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ছে। মানুষ বিপদে পড়ছে। ভাঙন রোধ নিয়ে কথা বলতে গিয়ে ডিভিসিকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, জলের যে তোড় ছাড়া হচ্ছে, তাতে জলে ডুবে যাচ্ছে জেলাগুলো। তাইজন্য প্রতিবছর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে রাজ্যের।

কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হয়েছেন তিনি। তিনি বলেছেন, এই বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজের রূপরেখা আটকানোর চেষ্টা। সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, “কেন্দ্র টাকা আটকে রেখেছে। পানীয় জলের প্রকল্পেরও টাকা আটকে রেখেছে কেন্দ্র। কিন্তু টাকা আটকে রেখে কোন লাভ হবে না। আমরা সেই কাজ করব। দরকার হলে সাংসদ ও বিধায়কদের তহবিল থেকে টাকা খরচ হবে। কেন্দ্রের বঞ্চনা কোনভাবেই মেনে নেওয়া যাবে না।