Languages

বিহারে কুকুরের নামে ‘রেসিডেন্স সার্টিফিকেট’ : অভিষেক

ওয়েব ডেস্ক: বিহারে কুকুরের নামে ‘রেসিডেন্স সার্টিফিকেট’। কলকাতা বিমান বন্দর থেকে ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে দিল্লি উড়ে গেলেন তিনি। সংসদে চলা বাদল অধিবেশন অংশ নেবেন তিনি। সেখানে পহেলগাঁও নিয়ে আলোচনায় অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। সেখানে যাওয়ার আগে বিজেপি, বিএসএফ ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন তিনি।

তাঁর কথায়, ইচ্ছে করেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলায় সেইভাবে ভোট মেলেনি। তাই বাঙালিদের নিশানা করা হচ্ছে। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।পাশাপাশি ভুয়ো ভোটার কার্ডের মাধ্যমে নিজেদের ভোটবৃদ্ধির কাজ শুরু করতে চলেছে। এককথায় ভোটলুটের চেষ্টা চলছে। অনুপ্রবেশের দায় এড়াতে এফআইআর-র নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিজেপিশাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, চাইলে বাংলাতেও সে ঘটনা আমরা ঘটাতে পারি। কিন্তু সেগুলো করা হয়না।

সীমান্ত তো তৃণমূলের হাতে নেই। বিএসএফ কী করছে? কীভাবে তাঁদের চোখে ফাঁকি দিয়ে জঙ্গিরা প্রবেশ করছে? পহেলগাঁও নিয়ে প্রশ্ন করে বলেছেন, এই হামলার পর অভিযুক্ত ৪জনের কোনও খোঁজ নেই। তাঁরা কোথায়? বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২৬-র নির্বাচনে প্রস্তুত হোন। বিভাজনের রাজনীতি নিয়েও বিজেপিকে নিশানা করেছেন তিনি।