Languages

ইতিহাস গড়লেন দিব্যা, প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত

ওয়েব ডেস্ক: দাবায় ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ। দাবায় প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেল ভারত। টাইব্রেকারে তিনি হারিয়েছেন হাম্পিকে। মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। দ্বিতীয় র‌্যাপিড গেম জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা।

৩৮ বছর বয়সী কোনেরু হাম্পিকে হারালেন ১৯ বছরের দিব্যা দেশমুখ। বাজিমাৎ করলেন সেই দিব্যা। সোমবার, টাইব্রেকারে তিনি হারিয়ে দিলেন কোনেরু হাম্পিকে। এদিন দ্বিতীয় র‌্যাপিড গেমটি জিতে চ্যাম্পিয়ন হন দিব্যা। মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। প্রথম র‍্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। দিব্যা এবং হাম্পি দু’জনেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। এরপর দ্বিতীয় র‌্যাপিড গেমে, সাদা ঘুঁটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। তবে কালো ঘুঁটি নিয়ে খেললেন দিব্যা। তিনি সময় অবশ্য কিছুটা কম নিচ্ছিলেন। অন্যদিকে, হাম্পি চাল দিতে তুলনামূলক বেশি সময় নিচ্ছিলেন। মাত্র ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। এরপর ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু শেষপর্যন্ত, পারেননি তিনি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন হাম্পি। সেটাকেই সঠিকভাবে কাজে লাগান দিব্যা। মোট ৩৪টি চালের পর, পরাজিত হন হাম্পি।