ওয়েব ডেস্ক: চতুর্থ দিনে পৌঁছেও থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে অশান্তি অব্যাহত। সীমান্ত এলাকায় চলছে গোলাবর্ষণ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার মধ্যেই অশান্তি অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামরাওং শহরে কামানের গোলাগুলির শব্দ সোনা গিয়েছে। যুদ্ধবিরতির আলোচনা এ ক্ষেত্রে কোন রকম কাজই করেনি বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। থাইল্যান্ড কম্বোডিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় আক্রমণ করার জন্য F-16 যুদ্ধবিমান ব্যবহার করে। পাল্টা উত্তর দেয় কম্বোডিয়াও। তাঁরা রাশিয়ান BM-21 রকেট সিস্টেম ব্যবহার করে হামলা চালায়। এই সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত 33 জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন বাইরের দেড় লক্ষ মানুষ।
কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে চলা সংঘর্ষের ক্ষেত্র হস্তক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের পরে কাম্বোডিয়া জানিয়েছে, সীমান্ত সংঘর্ষ বিরতি নিয়ে তারা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু তারপরেও চতুর্থ দিনে অশান্তির খবর পাওয়া গিয়েছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাইল্যান্ড। শনিবারই তারা সেই কথা জানিয়ে দিয়েছিল।