উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সকালে মন্দিরের সিঁড়িতে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছয় জন পুণ্যার্থী। আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাহাড়ের কোলে অবস্থিত এই জনপ্রিয় তীর্থস্থানে সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিপুল সংখ্যক পুণ্যার্থী মন্দিরে ভিড় জমিয়েছিলেন। হঠাৎই সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হলে ঘটে ধাক্কাধাক্কি। অনেকে পড়ে গেলে তাঁদের উপর দিয়ে অন্যরা এগোতে চেষ্টা করেন, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন। তিনি জানিয়েছেন, সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুল্যান্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশৃঙ্খলার মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।