ওয়েব ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে গলায় মোদি নেকলেস পড়ে আলচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন রুচি গুজ্জর। এবার প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করলেন অভিনেত্রী। জানা যাচ্ছে যে, প্রযোজক করণ সিং চৌহান অভিনেত্রীর সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। তিনি এই ঘটনায় প্রযোজকের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় একটি এফআইআর-ও দায়ের করেছেন। রুচি শুধু প্রতারণা সঙ্গে বিশ্বাসভঙ্গ এবং হুমকির অভিযোগও করেছেন।
অভিনেত্রীর দাবি, প্রযোজক তাঁকে একটি হিন্দি ধারাবাহিকের প্রযোজনায় সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এর জন্য, তিনি তাঁর কোম্পানি এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্ট থেকে করণ সিং চৌহানের কোম্পানি স্টুডিয়োর অ্যাকাউন্টে ২৪ লক্ষ টাকা স্থানান্তর করেন। কিন্তু সিরিয়ালের কাজ শুরু করার পরিবর্তে, করণ সেই টাকা তাঁর একটি ছবিতে বিনিয়োগ করেন এবং যখন তিনি তাঁর টাকা ফেরত চান, তখন তাঁকে হুমকি দেওয়া শুরু হয়।
রুচি জানিয়েছেন, “আমি সহ-প্রযোজক হিসাবে থাকব নতুন ধারাবাহিকে, এমনই কথা হয়েছিল। আরও কথা ছিল যে টাকা পাঠানোর পর আমাকে যাবতীয় নথি করণ দেবে। কিন্তু সে কোনওটাই করেননি। উলটে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিই। কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি। উলটে আমাকে করণ নানারকমের হুমকি দিতে শুরু করেন।”রুচি গুজ্জরের অভিযোগের ভিত্তিতে পুলিশ করণ সিং চৌহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (৪), ৩৫২ এবং ৩৫১ (২) ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।