ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার কারণে হেনস্তার শিকার হতে হচ্ছে বাঙালি শ্রমিকদের। রাজস্থান, মুম্বাই, ওড়িশা সর্বত্রই একই ছবি। কোথাও কোথাও আটকে রেখে হেনস্তা করা হচ্ছে, কোথাও আবার পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় প্রথম থেকেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অপমানের তীব্র প্রতিবাদ করে ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বড় কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতো, রবিবার, ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। মমতা বলেছিলেন, ‘এবার শুরু হল ভাষারক্ষার শপথ। আমি জগন্নাথ ধাম করেছি, বাংলায় দুর্গা অঙ্গন করে দেব।’
এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বঙ্গভাষীদের সুরক্ষার দাবিতে রাস্তায় নামতে চলেছে তৃণমূল। কাল, সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বোলপুর থেকেই বাংলা ভাষার উপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে সুর চড়াবেন তিনি।