ওয়েব ডেস্ক: লাগাতার বৃষ্টির পর রবিবার সকালে রোদের দেখা মিলেছে। তবে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকলেও এখনও বৃষ্টি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ। ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। তবে বৃষ্টি থেকে আপাতত রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। বিক্ষিপ্ত বর্ষণ চলবে কলকাতা ও শহরতলিতে। দক্ষিণবঙ্গের ন’টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। নিম্নচাপ সরে গেলেও উত্তাল থাকবে সমুদ্র। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও তা চলবে বুধবার পর্যন্ত। একইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায়। তবে মঙ্গলবারের জন্য শহরে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার ভারী বর্ষণ হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি চলবে। সোমবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সোমবারের পর আবার বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে।