ওয়েব ডেস্ক: দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা। প্রতিদিনই হু হু করে বাড়ছে এই অপুষ্টির সংখ্যা। ত্রাণ দেওয়া হলেও সঠিক সময়ে পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে না। তারপরেও গাজার ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছেন, গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ প্রতিদিন অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।
বিবৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় থাকা প্রায় ৯০ হাজার নারী ও শিশুর চিকিৎসার প্রয়োজন রয়েছে। চলতি সপ্তাহে অনাহার নিয়ে আরও সতর্কতা জারি করা হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অপুষ্টিতে ৯ জনের মৃত্যু হয়েছে। অনাহারে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে।
অসংখ্য গাজাবাসীকে দিনের পর দিন না খেয়ে কাটাতে হচ্ছে। ফলে আগামী দিনে তাঁদের মধ্যে বাড়বে অপুষ্টিজনিত রোগের প্রকোপ। রাষ্ট্রপুঞ্জের তরফে শনিবার এমনই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়ার্লড ফুড প্রোগ্রাম সতর্ক করেছে যে, অন্তত ৯০ হাজার মহিলা এবং শিশু কার্যত দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। জর্ডানের একজন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তারা এখনো ইজরায়েলের কাছ থেকে অনুমতি পায়নি। উল্লেখ্য, ইজরায়েলের লাগাতার হানায় ত্রাণ সংগ্রহ করার সময়ও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন গাজার বহু মানুষ। এই মুহূর্তে দু’লক্ষেরও বেশি মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্য সামগ্রির অভাবে ভুগছেন ৷
অন্যদিকে, গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের আবহে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,গাজায় সামরিক অভিযান দ্রুত সম্পন্ন করা হোক। গাজায় ইজরায়েলের উচিত তাদের সামরিক অভিযান আরো জোরদার করা। তিনি স্পষ্ট বলেছেন গাজায় কাজটি দ্রুত শেষ করুক ইজরায়েল।