দেশরক্ষার জন্য সীমান্তে প্রাণপণ লড়াই চালাচ্ছেন সেনা ও আধাসেনা কর্মীরা। কিন্তু কর্তব্যরত অবস্থায় তাঁদের পরিবারের সদস্যরা প্রায়ই নানা আইনি সমস্যায় জড়িয়ে পড়েন। মামলার দিনে হাজিরা দিতে না পারায় অনেক সময় মামলা ঝুলে যায় কিংবা ফলাফল বিপরীতে যায়। এই পরিস্থিতি থেকে সেনা পরিবারকে রক্ষা করতে দেশের বিচারব্যবস্থা এক অভিনব উদ্যোগ নিল।
ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’। সেনাকর্মীদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন হয়েছে কাশ্মীরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
NALSA-র কার্যকরী চেয়ারম্যান বিচারপতি সূর্য কান্ত এই প্রকল্পের মূল হোতা। সীমান্তে সেনাদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুর’-এর সময় থেকেই এই প্রকল্পের পরিকল্পনা করেন তিনি। আগামী ২৪ নভেম্বর বিচারপতি সূর্য কান্ত দেশের পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন।
NALSA-র পক্ষ থেকে সেনা ও আধাসেনা সদস্যদের উদ্দেশে জানানো হয়েছে, “আপনারা দেশসেবা করুন, আপনার পরিবারের দেখাশোনা করবে বিচারবিভাগ।” এই উদ্যোগের মাধ্যমে সেনাকর্মীরা দায়িত্ব পালনের সময় ঘরোয়া আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন।
এই আইনি সহায়তা শুধু সেনা নয়, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্যও প্রযোজ্য হবে। তবে সুবিধা শুধুমাত্র তাঁদের জন্য, যারা চ্যালেঞ্জিং পরিবেশে কর্মরত।