Languages

SSC-এর প্রস্তাবে অনুমোদন রাজ্যের

ওয়েব ডেস্ক: এসএসসির প্রস্তাবে অনুমোদন রাজ্যের। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য। আগামী ৭ সেপ্টেম্বর নবম ও দশমের নিয়োগের লিখিত পরীক্ষা, আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে এসএসসি। নবান্নের তরফে অনুমোদন দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনকে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য। শীঘ্রই এসএসসি (SSC) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে তা জানাবে বলেই সূত্রের খবর।

শীঘ্রই রাজ্য বৈঠক বসতে চলেছে বলেই সূত্রের খবর। অন্যদিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের আবেদন প্রক্রিয়া সোমবার রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়। ২০১৬-র নিয়োগের আবেদনের তুলনায় এবারের আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। নবম- দশম ও একাদশ – দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট পাঁচ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন।