ওয়েব ডেস্ক: উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নতুন উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনও বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে। কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত।
জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সংসদে বাদল অধিবেশন চলাকালীন অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন ধনখড়। রাজনৈতিক মহলে তাঁর এই ইস্তফার কারণ নিয়ে যখন গুঞ্জন চলছে। এবার নতুন উপরাষ্ট্রপতিকে হবেন তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছে। জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পদটি কোনও শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। শোনা যাচ্ছিল, বর্তমান রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকেই উপরাষ্ট্রপতি করা হতে পারে। কোনও কোনও মহল থেকে ভাসানো হচ্ছিল নীতীশ কুমারের নামও। আবার বর্ষীয়ান জেডিইউ নেতা রাম নাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনও কোনও মহল থেকে। সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে। গেরুয়া শিবির সূত্র বলছে, কোনও শরিকদলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে সেক্ষেত্রে বিজেপির কোন বর্ষীয়ান নেতাকে সেই পদে বসাতে পারে গেরুয়া শিবির।