Languages

২৭ জুলাই থেকে শুরু পঠন পাঠন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে

ওয়েব ডেস্ক: বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে ঢাকার উত্তরায়।‌ ভারতের আমেদাবাদের বিমান দুর্ঘটনার মত উত্তরাতেও ভেঙে পড়েছে বিমান। ভারতের আমেদাবাদে যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছিল। উত্তরায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে যুদ্ধবিমান। স্কুল চলাকালীন সেটি স্কুলের মাঠে ভেঙে পড়ে। এই ফলে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। আপাতত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঠন পাঠন এখন বন্ধ রয়েছে। আগামী ২৭ জুলাই থেকে সাময়িক ভাবে শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা। পরে ধীরে ধীরে অন্যান্য সবকিছু চালু হবে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ভেঙে পড়েছে যুদ্ধবিমান এফ-৭। এই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিক ইসলাম সাগরের মৃত্যু হয়েছে। বিমানে প্রশিক্ষণের সময় পাইলট হিসেবে ছিলেন তিনি। উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটির সময় মাঠের ওপরে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনা পাইলট ছাড়া আরও ২৬জনের মৃত্যু হয়েছে। বহু মানুষকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।