ওয়েব ডেস্ক: দল বললে ইলেকশনে লড়ব। আগেও দল বলেছে নির্বাচনে লড়াই করেছি। সেই সময় পছন্দের জায়গা জানতে চাওয়া হয়েছিল। সেইমতো জায়গা পেয়েছি। তৃতীয়বারে দল যেখানে বলেছে সেখানে লড়াই করেছি। ভবিষ্যতেও দল যেখানে বলবে সেখানেই লড়াই করব। বুধবার এমনই বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কয়েকদিন আগেও দিলীপ ঘোষ কে নিয়ে চর্চার শেষ ছিল না। দিলীপ ঘোষই ছিলেন হট টপিক। জল্পনা রটেছিল, ফুল বদল করতে পারেন দিলীপ ঘোষ। পাশাপাশি তার একটি বক্তব্য সেই জল্পনা কে আরো উস্কে দিয়েছিল। তিনি বলেছিলেন, ২১ জুলাইয়ে কোন একটি মঞ্চে তিনি থাকবেন। কিন্তু সেটা কোনটা প্রথমে স্পষ্ট করেননি। পরে অবশ্য তিনি জানিয়েছেন, খড়্গপুরে বিজেপির সভায় তিনি থাকবেন। বুধবার তিনি জানিয়েছেন, পার্টির নির্দেশ তাঁদের কাছে আদেশ। সময় এলে সব জানা যাবে।
দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই বেশ কিছু দূরত্ব দলের সঙ্গে তাঁর দেখা দিয়েছে। সেই নিয়ে জল্পনা অনেক দূর গড়িয়েছিল। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেও সেই সভায় তাঁকে দেখতে পাওয়া যায়নি। বিজেপির হয়ে বড় সমাবেশ করেছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই, সরকারও নেই। সবটাই চলে গেছে হুলিগানদের হাতে। পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানের যে নতুন প্রকল্প শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সফল হবে না বলে জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, পশ্চিমবঙ্গের উল্টো গঙ্গা বইবে। পাপের ঘড়া পূর্ণ হয়েছে। একুশের মঞ্চ থেকে কথা বললে হবে না। রাস্তায় নেমে মানুষ কি বলছেন তা জানতে হবে।