Languages

ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে যোগী-রাজ্য

ওয়েব ডেস্ক: ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষ যোগীরাজ্য, অনেক পিছনে বাংলা। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। কেন্দ্র সরকারি পরিসংখ্যানই বলছে ‘দুর্নীতি’র প্রশ্নে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভুয়ো জবকার্ড বাতিলে সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের!

লোকসভায় গত তিন বছরে কতগুলি ভুয়ো জব কার্ড বা ১০০ দিনের কাজের জন্য প্রয়োজনীয় ‘অনুমোদন পত্র’ বাতিল হয়েছে সেই নিয়ে রাজ্যওয়াড়ি তথ্য জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। মালা রায়ের প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। একটি তালিকা তুলে ধরেছেন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। তারপর থেকেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল।

কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০২২-’২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪টি জবকার্ড সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র ৫ হাজার ২৬৩টি জব কার্ড। ২০২৩-’২৪ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭টি জবকার্ড। বাংলায় সেখানে বাতিল হয়েছে ৭১৯টি জব কার্ড। ২০২৫-’২৫ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় ৩ হাজার ৪২১টি জবকার্ড। বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র দু’টি।