ওয়েব ডেস্ক: প্রতিদিনই ওঠা নামা করে সোনা ও রুপোর দাম। এপ্রিলে সোনার দাম পেরিয়ে গিয়েছিল এক লক্ষ। কিছুদিন পর মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা নেমেছিল দাম।
কিন্তু ফের বৃদ্ধি পেয়েছে হলুদ এই ধাতুর দাম। বুধবার সোনার দাম ছাড়িয়ে গিয়েছে এক লক্ষ। রুপোর দামও বৃদ্ধি পেয়েছে।
বিগত কয়েকদিন ৯৮ হাজারের কাছে ঘোরাফেরা করছিল সোনার দাম। বুধবার এক লাফে তা বেরিয়ে হয়েছে,১ লক্ষ ৪৫৩ টাকা। চলতি বছরে এখনো পর্যন্ত সোনার দাম বেড়েছে ২১ হাজার টাকা। সোনার দাম বৃদ্ধির কারণে এই বছর সোনায় বিনিয়োগকারীরা অসাধারণ রিটার্ন পেয়েছেন।
শুধু সোনাই নয়, রেকর্ড ভেঙে চলেছে রুপোও। বিয়ের মরশুম আসলেই দাম বৃদ্ধি পায় সোনা ও রুপোর। এবারও তার অন্যথা হয়নি।