Languages

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি কবে থেকে?

ওয়েব ডেস্ক: ফের একবার বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি। যার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, জম্মু, চণ্ডীগড়, সারসাওয়া, ফতেগড়, বারাণসী, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবেই এই ঝড়বৃষ্টির নয়া ইনিংস আসছে! দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে একটানা পাঁচদিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি।

হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। সেইসঙ্গে জম্মু, চণ্ডীগড়, সারসাওয়া, ফতেগড়, বারাণসী, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। জারি করা হয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে ২৩ থেকে ২৭ জুলাই রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। মঙ্গলে দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বাড়তে পারে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই দেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা।

শুক্র, শনিবার কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া- পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। শুক্রবার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে । সেদিন ওই জেলাগুলিতে হতে পারে ভারী বর্ষণ। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া।