Languages

“বাংলা ভাষা রক্ষার করার উনি কে?,” মমতা প্রশ্ন ছুঁড়ে কটাক্ষ শুভেন্দুর

২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। ‘জয় বাংলা’ ধ্বনির মাধ্যমে বাঙালি আবেগ উসকে দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নতুন ভাষা আন্দোলনের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির নেতাদের ‘জয় বাংলা’ বলাতেই হবে। শহিদ স্মরণে তৃণমূল নেতানেত্রীরা কার্যত নিজেদের বাঙালিত্ব প্রতিষ্ঠার চেষ্টায় রাজপথে শক্তি প্রদর্শন করলেন।

এই আবেগঘন ভাষণকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ডাককে কটাক্ষ করে বলেন, “বাংলা ভাষা রক্ষার দায়িত্ব ওনাকে কে দিয়েছে? যেদিন প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা উঠেছিল, সেদিন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। যাঁদের আজ গালাগালি দিচ্ছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলই এই বিজেপির জন্ম দিয়েছে। আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টাও একজন বাঙালি।”

একইসঙ্গে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনের দিনেই উত্তরবঙ্গ অভিযান চালিয়ে বিজেপির পাল্টা কর্মসূচি নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে শুভেন্দু বলেন, “বিজেপি নিজের কর্মসূচি করেছে ৬০০ কিলোমিটার দূরে। এত বড় রাজ্যে, এত জেলা জুড়ে কর্মসূচি তো হবেই। আমরা তো ওদের মতো হাইকোর্টে ছুটে যাই না বারবার। আমাকে ইতিমধ্যেই ৮৭ বার যেতে হয়েছে। মাস ছয় পরে আরও ১৪ বার যেতে হবে।”