Languages

‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র

ওয়েব ডেস্ক: পাকিস্তানের জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি। সব কিছু নিয়ে সরকারের ‘আলোচনা’ চায় বিরোধীরা। সেই কারণে সংসদে বিশেষ অধিবেশনের বারবার দাবি করেছে বিরোধীরা। চাপের মুখে সংসদে ওই ইস্যু নিয়ে আলোচনায় রাজি হল কেন্দ্র। সামনের সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় ৯ ঘণ্টা, তিন দিন ধরে লোকসভায় ১৬ ঘণ্টা আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী আলোচনায় অংশ নেবেন।

বিরোধীদের দাবি ছিল, অধিবেশনের একেবারে শুরুতেই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে হবে। প্রয়োজনে জিরো আওয়ার বন্ধ রেখে এ নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সোমবার সংসদের বিজনেজ অ্যাডভাইজরি কমিটি জানাল অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে। যেখানে সরকারি প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদি এই সপ্তাহে বিদেশ ভ্রমণ করবেন। সেক্ষেত্রে আগামী সপ্তাহেই আলোচনা হতে পারে। কারণ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে না। জানা গিয়েছে, সংসদের বিজনেস অ্যাডভাইজরি মিটিংয়ে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য সময় বেধে দেওয়া হয়েছে। লোকসভায় এই ইস্যুতে বিতর্কের জন্য ১৬ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রাজ্যসভায় বিতর্ক চলবে ৯ ঘণ্টা। অর্থাৎ দুই কক্ষ মিলিয়ে সংসদে ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে বিতর্কের জন্য সময় দেওয়া হয়েছে ২৫ ঘণ্টা।