Languages

হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভিড় বাড়ছে কর্মী সমর্থকদের, ধর্মতলার কী অবস্থা দেখে নিন

ওয়েব ডেস্ক: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, শহিদ স্মরণ। সোমবার ধর্মতলায় প্রতি বছরের মতো এ বছরেও কর্মী সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে আগামীর রুটম্যাপ ঠিক করে দেবেন। কর্মীদের উজ্জীবিত করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য শীর্ষনেতারা এই সভায় থাকবেন। তবে তৃণমূলের এই সভার কারণে সপ্তাহের প্রথম দিনে রাস্তায় যাতে যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে বলেছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয়। আদালতের নির্দেশ মেনে পুলিশ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে মধ্য কলকাতার একাধিক রাস্তায়। বিকল্প রুটও বলে দেওয়া হয়েছে। হাইভোল্টেজ সভার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতাই নিরাপত্তা বলয়ে মোড়া। রাস্তায় রাস্তায় পুলিশি টহল। যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে।

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। আমজনতার ভিড়ও কম নয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে। বিভিন্ন জেলা থেকে মিছিল শহরমুখী। হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে সোমবার সকাল থেকে তৃণমূল সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে তাঁরা ট্রেনে কলকাতায় পৌঁছোচ্ছেন। গঙ্গাসাগর থেকে ধর্মতলা রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী, সমর্থক।

দক্ষিণ ২৪ পরগনর কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা-সহ কয়েক হাজার কর্মী, সমর্থকরা ভেসেল করে জলপথে রওনা দিয়েছেন। ধর্মতলায় ভিড় বাড়তে শুরু করেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসছেন।

ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট ঘিরে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা, নিয়ন্ত্রিত যানচলাচল।ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট ঘিরে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা, নিয়ন্ত্রিত যানচলাচল।

একনজরে দেখে নিন, কোন কোন পথ আজ এড়িয়ে যাবেন –

* আমহার্স্ট স্ট্রিট
* বিধান সরণি
* কলেজ স্ট্রিট
* ব্রাবোর্ন রোড
* বেন্টিঙ্ক স্ট্রিট
* স্ট্র্যান্ড রোড
* বিবি গাঙ্গুলি স্ট্রিট
* নিউ সিআইটি রোড
* রবীন্দ্র সরণি

* আমহার্স্ট স্ট্রিট
* বিধান সরণি
* কলেজ স্ট্রিট
* ব্রাবোর্ন রোড
* বেন্টিঙ্ক স্ট্রিট
* স্ট্র্যান্ড রোড
* বিবি গাঙ্গুলি স্ট্রিট
* নিউ সিআইটি রোড
* রবীন্দ্র সরণি