ওয়েব ডেস্ক: চলতি বছরের পুজোয় ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি রঘু ডাকাত মুক্তি পাচ্ছে। তার আগে প্রকাশ্যে এল ছবির ঝলক। শনিবার স্যোশাল মিডিয়ার একটি পোস্ট করেছিলেন দেব। যেখানে তাঁকে দেখা যায় কপালে সিঁদুর, পাকানো গোঁফ এবং রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে। ছবিটি শেয়ার করেই তিনি জানিয়েছিলেন রবিবার ছবিটির টিজার মুক্তি পেয়েছে।
দেবের ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিং প্রায় অনেকটাই সারা হয়ে গিয়েছে। আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুমকেতু’, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। এর মধ্যেই এবার সর্বসমক্ষে আনা হল ‘রঘু ডাকাত’ ছবির টিজার। রঘু ডাকাতের লুক প্রকাশ্যে এনেই টলিউড সুপারস্টার জানিয়েছিলেন, ‘ইতিহাস তৈরির পথে আরও একধাপ।’ এবার ছবির প্রথম ঝলকেও যেন তারই প্রকাশ।
টিজারের শুরুতেই নেপথ্য কণ্ঠ জানিয়ে দেয়, ”সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে। আগুন নিভে গেছে। প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানত না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারীরা। এবার ইতিহাস লিখবে রঘু। এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ দেখে শিহরিত হতে হয়। রঘু ডাকাত চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের।