Languages

২১ জুলাইয়ের সভা,সব ভিড় ধর্মতলায়, মঞ্চে শতাব্দী থেকে সুবোধ

ওয়েব ডেস্ক: রবিবার রাত থেকেই ধর্মতলায় দলীয় কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছিলেন। বেলা যত গড়িয়েছে লোকও বাড়তে শুরু করেছে। সভা শুরু হবে আর কিছুক্ষণ পরেই। এবার সভাস্থলে আসতে শুরু করেছেন তৃণমূলেন শীর্ষস্থানীয় নেতারা। অতীন ঘোষ, সুজিত বসু, শশী পাঁজা ইতিমধ্যেই পৌঁছেছেন।

ধর্মতলার মঞ্চে উপস্থিত হয়েছেন কবি সুবোধ সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্য শান্তিরঞ্জন দাশগুপ্ত, প্রাক্তন ফুটবলার শ‍্যম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি প্রমুখ। কোথাও উঠছে অভিষেকের সমর্থনে স্লোগান। কারওর বুকে আবার মমতার ছবি। রাজ্যের সমস্ত জেলার নেতা-কর্মী এসে পৌঁছেছেন ধর্মতলার একুশে জুলাইয়ের সভা মঞ্চে।

আদালতে নির্দেশেই মান্যতা। শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়েছে পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যানজট নিয়ন্ত্রণে রাখতে হবে। শহিদ সমাবেশের আগে যান নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট হাইকোর্টের। সোমবার সকালে রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের মঞ্চের সামনে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূলের নেতা-কর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ে। শিয়ালদা স্টেশন চত্বরে খোল-করতাল, ঢাক বাজিয়ে গান ধরেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। নদিয়ার শান্তিপুর থেকে ধর্মতলার সমাবেশে যোগ দিতে এসেছেন তাঁরা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে চড়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা।

ছাব্বিশের ভোটের আগে শেষ একুশে। তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে উন্মাদনা, সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে জড়ো হচ্ছেন তাঁরা। মাথায় লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ধর্মতলায় ঘুরছেন তৃণমূল কর্মী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সকলেই শুনতে এসেছেন ।