Languages

২১-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক তৃণমূল সুপ্রিমোর

ওয়েব ডেস্ক: বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যের হেনস্তার শিকার হচ্ছেন শ্রমিকরা। এই নিয়ে আগেও একাধিকবার সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের একুশের মঞ্চ থেকে বাংলা ভাষার উপর আঘাত আসলে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

একুশের সমাবেশ থেকে তিনি বলেছেন, বাংলা ভাষার উপরে আঘাত হলে আন্দোলনের জল গড়াবে দিল্লির পর্যন্ত।২৭ জুলাই থেকে রাজ্যে ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়েছেন তিনি। এদিন দলনেত্রীর ভাষণের বেশিরভাগ অংশই ছিল বাংলা ভাষাকে ঘিরে।

বলেছেন, সমস্ত ভাষাকে তিনি সম্মান করেন। তাহলে বাংলা ভাষার উপর আক্রমণ কেন করা হচ্ছে? বাংলায় কথা বলার জন্য যদি কাউকে গ্রেফতার হতে হয়, যদি কাউকে আটক করা হয় তাহলে আন্দোলন আরও বৃহত্তর হবে। বাংলা স্বাধীনতার জন্য লড়েছে। নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই। বাংলার বিরুদ্ধে হেনস্তার লড়াই আমাদের জিততে হবে।