Languages

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

ওয়েব ডেস্ক: পহেলগাঁও হামলার পর বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। সেই সময়ে ভারতীয় সেনা এবং কেন্দ্রের সঙ্গেই ছিল দেশের সকল রাজনৈতিক দল। দেশের স্বার্থে একসঙ্গে লড়াই করার ডাক ছিল সকলের। কিন্তু একুশের মঞ্চ থেকে কেন্দ্রের দিকে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর কেন দখল করতে পারলেন না? প্রশ্ন তৃণমূল নেত্রীর।

ওই সময়ে পাক অধিকৃত কাশ্মীর দখল করা উচিত ছিল বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার তা করেনি। পাক অধিকৃত সরকার নিয়ে কেন ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার? একুশের সমাবেশ থেকে সেই প্রশ্ন তুলেছেন।

এই দিন একুশের সমাবেশে হাজির ছিলেন পহেলগাঁও হামলায় মৃত বিতান অধিকারীর বাবা ও মা। হাজির ছিলেন শহিদ ঝন্টু আলী শেখের পরিবার।

ছাব্বিশে নির্বাচনের আগে এটাই শেষ একুশের সমাবেশ। তাই এই সমাবেশকে বড় ইভেন্ট করতে কোন মতেই পিছপা হয়নি ঘাসফুল শিবির।