ওয়েব ডেস্ক: হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। কিন্তু আচমকাই এই ইস্তফায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল জানিয়েছেন, চিকিত্সকের পরামর্শে স্বাস্থ্যর কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদেরও।
চিঠিতে ধনখড় লিখেছেন, ‘উপরাষ্টপতি পদে থাকাকালীন প্রধানমন্ত্রী সহয়োগিতা ও সমর্থন পেয়েছেন। অনেক কিছু শিখেছেন। ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন’।
আর ইস্তফার পর কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং জয়রাম রমেশ কী জানিয়েছেন, দেখুন টুইট-
#WATCH | Delhi: On Vice President Jagdeep Dhankhar’s resignation, Rajya Sabha MP Kapil Sibal says, “I wish him the best of health, because I am saddened, because I have a very good relationship with him. I have known him for 30-40 years. We were paired with each other. We have… pic.twitter.com/REoI8wwLTY
— ANI (@ANI) July 21, 2025
The sudden resignation of the Vice President and Chairman of the Rajya Sabha is as shocking as it is inexplicable. I was with him alongside a number of other MPs till around 5 PM today and had spoken to him over the phone at 7:30 PM.
No doubt Mr. Dhankar has to give topmost…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 21, 2025
জগদীপ ধনখড়ের ইস্তফার পরে আরোগ্য কামনা করে সোশ্যাল পোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে কুণাল বলেছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতূহল থাকল।’