ওয়েব ডেস্ক: প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা আবু হেনা। তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। রবিবার রাতে সল্টলেকে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ ।
পেশায় আইনজীবী ছিলেন আবু হেনা। এর পাশাপাশি টানা ৩০ বছর তিনি লালগোলা কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন। জানা গিয়েছে, ২০ জুলাই রাত পৌনে ১১টা নাগাদ কলকাতার সল্টলেকের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে লালগোলায়। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। এহেন আবু হেনার প্রয়াণে সোশ্যাল মিডিয়া পোস্টে অধীর চৌধুরী লেখেন, ‘ভাবতে কষ্ট হচ্ছে, আমাদের প্রিয় হেনাদা, আবু হেনা সাহেব আর নেই।
আবু হেনা পেশায় আইনজীবী ছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন। ২০১১ সালে প্রথমবার মন্ত্রী হন। ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনে প্রথমবার পরাজিত হন।