Languages

তৃণমূলের ২১ জুলাইয়ের পুলিশি ব্যবস্থায় সন্তুষ্ট হাইকোর্ট

ওয়েব ডেস্ক: তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ শুরুর আগে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মিছিলের জন্যও একাধিক শর্ত দিয়েছিল। আদালতে নির্দেশেই মান্যতা।

শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়েছে পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যানজট নিয়ন্ত্রণে রাখতে হবে। শহিদ সমাবেশের আগে যান নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘খুব ভাল কাজ করেছে পুলিশ।’

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তা দেখতে হবে পুলিশকে। পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা করেছে সকাল থেকে। এপুলিশি ব্যবস্থার ভূয়শি প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার বলেন, পুলিশ ভাল কাজ করেছে। খুব সুন্দরভাবে যান নিয়ন্ত্রিত হয়েছে।

আদালতে এক আইনজীবী জানান, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাইকোর্টে পৌঁছতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবারও তা-ই লেগেছে। বিচারপতি ঘোষ জানান, স্বাভাবিক সময়ই লেগেছে। রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই। এই ট্রাফিক ব্যবস্থায় সকাল ১০টার মধ্যে আদালতে পৌঁছনো যায় না বলে বিশ্বাস করেন না তিনি।