Languages

পশ্চিমবঙ্গে সবচেয়ে নিরাপদ দিন ২১ জুলাই, খোঁচা বিজেপির

ওয়েব ডেস্ক: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সমাবেশকে নিয়েই কটাক্ষ করেছে বিজেপি।

এক্স-এ পোস্ট করে বঙ্গ বিজেপি লিখল, ইউনেস্কো ২১ জুলাইকে পশ্চিমবঙ্গে “সবচেয়ে নিরাপদ দিন” হিসেবে ঘোষণা করেছে। দরজা বন্ধ না করেই আপনি বেরিয়ে যেতে পারেন। নিশ্চিত থাকুন, কিছুই হবে না কারণ সমস্ত অপরাধী ধর্মতলায় থাকবে! আর কলকাতা পুলিশ, আজ আপনারা সমস্ত ধর্ষক, প্রতারক, চোর ও অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এক জায়গায় অর্থাৎ ধর্মতলায় খুঁজে পেতে পারেন! পদক্ষেপ নিন।’

একুশের সমাবেশের দিনেই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের মঞ্চকে একাধিকবার নিশানা করেছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ বলেছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ শহিদ সভা। শুভেন্দু অধিকারীও নিশানা করেছেন এই সভাকে।

১৯৯৩ সালের এই দিনেই কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল । সেই সময় পুলিশের গুলিতে নিহত হন ১৩ যুব কংগ্রেস কর্মী। সেই থেকেই প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে কংগ্রেস, এখন তৃণমূল তা পালন করে।