ওয়েব ডেস্ক: বিজেপি ৫০টার বেশি আসন পাবে না। ২১-র মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, ছাব্বিশে পদ্মকে উপড়ে ফেলতে হবে। ভোটার লিস্টে কারচুপি করতে দেব না। আর দশমাস পর বিজেপির নেতারা জয় বাংলাও বলবে। শান্ত বাংলাকে অশান্ত করতে দেব না। মোদিকে নিশানা করে তিনি বলেছেন, আগে জয় শ্রী রাম বলতো এখন জয় মা দুর্গা, জয় মা কালী বলছে।
‘রাম ছেড়ে কালী-দুর্গা বলছে, ২৬-এর পর জয় বাংলা বলবে’। আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব। বাংলার মানুষের অপমান সহ্য করব না। আমরা একশোবার বাংলায় কথা বলব। ২৬-এর পর ‘জয় বাংলা’ বলাব।’ সঙ্গে প্রশ্নও তোলেন, বাংলা ভাষাকে ‘টার্গেট’ করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না?
১৯৯৩ সালের এই দিনেই কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল। সেই সময় পুলিশের গুলিতে নিহত হন ১৩ যুব কংগ্রেস কর্মী। সেই থেকেই প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে কংগ্রেস, এখন তৃণমূল তা পালন করে।