Languages

বিয়ের মণ্ডপে আজব ঘটনা! এক কনে, দুই বর! বহুবিবাহ নাকি অন্য কিছু?

ওয়েব ডেস্ক: হিমাচলপ্রদেশের একটি অদ্ভুত বিয়ের ঘটনা এখন দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে। সিরমৌর জেলার শিলাই গ্রামের এক অনুষ্ঠানে এক তরুণীকে একসঙ্গে দুই ভাই বিয়ে করায় সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, এটি তাঁদের প্রাচীন রীতিরই অংশ — হাট্টি সম্প্রদায়ের ‘জোড়িদার’ প্রথা।

গত ১২ জুলাই কুনহাট গ্রামের বাসিন্দা সুনীতা চৌহানকে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন দুই ভাই — প্রদীপ নেগি ও কপিল নেগি। ট্রান্স-গিরি এলাকায় আয়োজিত এই বিয়েতে কয়েকশো গ্রামবাসী উপস্থিত ছিলেন। বিয়ের পর তিনজনই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সম্পর্ক তাঁদের স্বেচ্ছায় গ্রহণ করা এবং এতে সামাজিক সম্মান রয়েছে।

প্রদীপ নেগি পেশায় সরকারি কর্মী এবং কপিল নেগি বিদেশে কর্মরত। তাঁদের সম্প্রদায় হাট্টি সম্প্রদায়, যাদের মধ্যে যুগ যুগ ধরে একাধিক ভাইয়ের একসঙ্গে একই নারীর সঙ্গে বিবাহের প্রথা প্রচলিত আছে। এই প্রথাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘জাজড়া’ বা ‘জোড়িদার’। সাধারণত এক কনে একই পরিবারের একাধিক পুরুষকে বিবাহ করে এবং একসঙ্গে একই পরিবারে বসবাস করে।

নববধূ সুনীতা নিজেও জানিয়ে দিয়েছেন, এই বিয়ে তাঁর সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে হয়েছে। তিনি বলেন, “চাপের কাছে নতি স্বীকার নয়, বরং ভালোবাসা ও বোঝাপড়ার ভিত্তিতে আমরা এই সম্পর্কে আবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান রয়েছে। একসঙ্গে সুখে-দুঃখে জীবন কাটাতে চাই।”

তবে প্রশ্ন উঠছে আইনগত স্বীকৃতি নিয়ে। ভারতীয় আইন অনুযায়ী বহুবিবাহ অপরাধ, বিশেষত হিন্দু বিবাহ আইনের অধীনে। তবুও সম্প্রদায়ের সংস্কৃতি ও রীতিকে সম্মান জানিয়ে অনেক ক্ষেত্রেই স্থানীয় স্তরে এই বিয়েগুলিকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, গত ছ’বছরে বাধানা গ্রামেই এ ধরনের অন্তত পাঁচটি বিয়ের নজির রয়েছে।