Languages

এসি লোকাল ট্রেনে এবার বাড়ল স্টপ, জানুন

ওয়েব ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে কথা মাথায় রেখে এবার এসি লোকালের স্টপেজ বাড়াল রেল। সূত্রের খবর, এবার থেকে শ্যমনগর, বেলঘরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও দাঁড়াবে এসি লোকাল। তালিকায় রয়েছে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও। এসি লোকাল চলছে ম শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর। ইতিমধ্যে এই তিনটি রুটেই এসি লোকাল বেশ সফল।

শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেনটি বেলঘরিয়া এবং শ্যামনগর স্টেশনে দাঁড়াবে। বর্তমানে এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খরদা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদায় দাঁড়ায়। সন্ধ্যায় ট্রেনটি ৬টা ৫০ মিনিটে ছাড়ে এবং রানাঘাট পৌঁছায় সাড়ে ৮টা নাগাদ। আর সকালে ট্রেনটি ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে এবং শিয়ালদায় পৌঁছায় সকাল ১০টা ১০ মিনিটে। শিয়ালদা-বনগাঁ-রানাঘাট লোকাল ট্রেনটি আরও পাঁচটি স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি এবার থেকে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা এবং বিরাটিতেও দাঁড়াবে। এই ট্রেনটি বর্তমানে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরজাঙা, ঠাকুরনগর হয়ে বনগাঁ পৌঁছায়। সেখান থেকে মাঝেরগ্রাম হয়ে রানাঘাটে যায় ট্রেনটি।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একমাসের জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে। এই সমস্ত স্টেশনগুলি থেকে কতজন যাত্রী উঠছেন, তা একমাস পরীক্ষা করে দেখবে রেল। এরপরেই স্থায়ীভাবে ট্রেনগুলি এই স্টেশনে স্থায়ী ভাবে থামবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল।