Languages

ইধিকাকে সঙ্গে নিয়ে সেবক কালী মন্দিরে পুজো দিলেন দেব

ওয়েব ডেস্ক: পুজোতে মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই জেলায় জেলায় এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। শনিবার মালদায় ছবির প্রচার সারার পর টিম ‘রঘু ডাকাত’ পৌঁছে গিয়েছে শিলিগুড়িতে। সেখানেই সেবক কালীবাড়িতে পুজো দিলেন দেব-ইধিকা, সোহিনী সরকার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

রাজ্য সফরে টিম ‘রঘু ডাকাত’। পুজোয় মুক্তি পাচ্ছে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ছবি ‘রঘু ডাকাত’। সেই ছবির প্রচারেই অভিনব পন্থা নিয়েছেন প্রযোজনা সংস্থারা। রাজ্যের কোনায় কোনায় পৌঁছে যাবেন ‘রঘু ডাকাত’ এর কলাকুশলীরা। দর্শকদের সামনেই মুক্তি পাবে ছবির গান বা সিনেমার নতুন ঝলক। সেই সঙ্গে থাকবে নায়ক নায়িকা থেকে কলাকুশলীরাও। মালদহে দিয়েই এর প্রচার শুরু হয়। মালদহে পর শিলিগুড়িতেও রঘু ডাকাত-এর প্রচার করবেন দেব। আর তার আগে মায়ের আশীর্বাদ নিয়ে গোটা টিম পৌঁছে যায় সেবক কালী মন্দিরে। দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব। নিলেন পুজোর ফুল, কপালে সিঁদুরের তিলকও পরেন দেব। তাঁকে মন্দিরের পুরোহিত উত্তরীয় পরিয়ে দেন। ধূমকেতু ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একসঙ্গে পুজো দেন বড়মার কাছে।