Languages

বজায় থাকবে গরম, নিম্নচাপের হাত ধরে বদলাবে আবহাওয়া

ওয়েব ডেস্ক: ফের আবহাওয়ার পরিবর্তন। ভারী বৃষ্টি না হলেও উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম বেশ ভালোই অনুভূত হবে। আজ কলকাতায় তাপমাত্র স্বাভাবিকের অনেকটাই ওপরে থাকতে পারে। তবে এরই সঙ্গে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, আজ কলতকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামিকাল, ৯ সেপ্টেম্বরও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ওপরের পাঁচ জেলাতেই আজ বজ্রপাত সহ বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে এই পাঁচ জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।