Languages

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার আজ শুরু, কী কী নয়া নিয়ম?

ওয়েব ডেস্ক: রাজ্যে এই প্রথমবার সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৬ সালের পরীক্ষার ফার্স্ট সেমেস্টারে বসবেন দ্বাদশের ছাত্রছাত্রীরা। পরীক্ষা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রথম সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এ রাজ্যে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ফেলেছে আগামী বছর ফেব্রুয়ারিতে। দুই সেমেস্টারের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এদিন প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হল সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। সকাল ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। এই সেমেস্টারে পরীক্ষায় বসেছে মোট ৬ লক্ষ ৫৯ হাজার ৮১৪ জন। এক মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ৭৯ হাজার ৫৮২ জন বেশি। মোট ২১০টি পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। তার মধ্যে ১২২টি সেন্টারকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রের মূলদ্বার থেকে হল, সব জায়গায় চলবে কড়া নজরদারি। এছাড়াও, কোনও রকম বৈদ্যুতিক যন্ত্র, যেমন ক্য়ালকুলেটর, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। থাকবে মেটাল ডিটেক্টরও। এই প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে ওএমআর শিটে। গোটাটাই MCQ প্রশ্ন। যার মূল্যায়ন হবে মেশিনের মাধ্যমে। পাশাপাশি, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের OMR দেখতে পারবেন পরীক্ষার্থীরা।