Languages

পরীক্ষাকেন্দ্রে আন্দোলনাকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশমতো প্রায় ৯ বছর পর রবিবার রাজ্যে ফের এসএসসি।১২টা থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত SSC-র নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। নতুন পরীক্ষার্থীদের পাশাপাশিই ৯ বছর পর ফের পরীক্ষায় বসতে হচ্ছে চাকরিহারা শিক্ষকদেরও। তারই প্রতিবাদে রবিবার পরীক্ষাকেন্দ্রে কালো পোশাক পরে এলেন চাকরিহারাদের একাংশ।

এদিন সকালে পরীক্ষা দিতে সোনারপুর বিদ্যাপীঠে আন্দোলনাকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন, “প্রতিবাদ জানাতে কালো পাঞ্জাবি পরে এসেছি। মানসিক প্রস্তুতি নেওয়া আপেক্ষিক। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আবার নতুন করে চাকরির পরীক্ষা দেওয়া চাপের। সবার পক্ষে সম্ভব নয়।তিনি বলেন, ‘সতীদাহ প্রথায় যেমন জোর করে মেয়েদের চিতায় তুলে পোড়ানো হত, গ্যালিলিও-কোপারনিকাসকে যেমন শাস্তি দেওয়া হয়েছিল, এটা আমাদের শাস্তি। আমাদের ফের অগ্নিপরীক্ষায় নামতে হল। রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচারব্যবস্থার মধ্যস্থতায় নিরপরাধীদের বলি দেওয়া হয়েছে।”

আরও এক কালো পোশাক পরিহিত চাকরিহারা প্রার্থী বলেন, ‘বিস্তারিত পড়তে পারিনি। আজও যে দুর্নীতি হবে না, তার কোনও গ্যারান্টি নেই। আমরা চক্রান্তের শিকার হয়েছি। সেদিন যদি স্বচ্ছতা থাকত তবে আমাদের এই শাস্তি ভোগ করতে হত না।’

এসএসসি পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য’ চাকরিহারা সুমন বিশ্বাস। চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ে সিট পড়েছে তাঁর। সুমনের স্ত্রী ও ভাইও পরীক্ষা দিচ্ছেন। সুমনের স্ত্রী নীলিমার সিট পড়েছে চুঁচুড়া শিক্ষামন্দির স্কুল। সুমনের ভাই সঞ্জয়ের সিট পড়েছে এইচইটিসি কলেজে।